শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৭ কলেজের শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ ২৯ নভেম্বর তদন্ত প্রতিবেদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সাথে শাহবাগে পুলিশের সংঘর্ষের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) প্রতিবেদন না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নুর নতুন দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২০ জুলাই পরীক্ষার রুটিন ঘোষণাসহ বিভিন্ন দাবিতে ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ করলে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও টিয়ারশেল ছুড়লে অনেক শিক্ষার্থী আহত হয়। এ ছাড়া সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের দুই চোখ নষ্ট হয়ে যায়। ওই ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে বাধা, পুলিশকে লক্ষ্য করে হামলা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করে শাহবাগ থানার এসআই মো. মাজহার বাদী হয়ে একটি মামলা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন