মালদ্বীপের নব নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ আগামী ১৭ নভেম্বর গ্রহণ করবেন। শপথ গ্রহণের দিন নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর সংসদীয় কমিটি ওই সিদ্ধান্ত নেয়। বিরোধী দল ১১ নভেম্বর শপথ গ্রহণের দিন ধার্য করার দাবি জানিয়েছিলো। বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন ২০১৩ সালের ১৭ নভেম্বর শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের দিন এগিয়ে ১১ নভেম্বর করতে ডেপুটি স্পিকার একটি মোশন উত্থাপন করলে তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। পরে বিষয়টি বিবেচনার জন্য রোববার সাত সদস্যের সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়। কমিটির আলোচনায় দেখা যায় যে বর্তমান প্রেসিডেন্ট ১৭ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই বিষয়টি প্রকাশ পাওয়ার পর সলিহ ১৭ নভেম্বরের আগে শপথ নিতে অনীহা প্রকাশ করেন। সলিহ এর আগে বলেছিলেন যে, দেশের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে তার শপথ গ্রহণ নিয়ে কোন আইনগত প্রশ্ন উঠুক তিনি তা চান না। সূত্র: মালদ্বীপস টাইমস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন