বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মালদ্বীপের কাছে বাংলাদেশের লজ্জার হার

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে ভুটানকে মোকাবেলার আগে মালদ্বীপ সফর সুখকর হলো না বাংলাদেশের। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের কাছে নাস্তানাবুদ হলো লাল-সবুজরা। গতকাল রাতে মালে ন্যাশনাল স্টেডিয়ামে মালদ্বীপ ৫-০ গোলে হারায় বাংলাদেশকে। ম্যাচের শেষ ৪০ মিনিটে ছিন্নভিন্ন হয়ে যায় বেলজিয়ান কোচ টম সেইন্টফিট বাহিনী। ৫০ মিনিট পর্যন্ত মালদ্বীপকে আটকে রাখলেও পরের মিনিটেই ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণদূর্গ। স্বাগতিকদের ধারাবাহিক আক্রমণের মুখে যেন খেই হারিয়ে ফেলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। যে কারণে ম্যাচের ৫১ মিনিটে প্রথম গোল হজম করে তারা। এরপর ৬১ মিনিট থেকে ম্যাচের যোগ করা সময় (৯০+১) পর্যন্ত আরো চার গোল করে মালদ্বীপ। ফলে শেষ পর্যন্ত তারা পাঁচ গোলের সহজ জয়েই মাঠ ছাড়ে। ম্যাচের প্রথমার্ধে সমানতালে লড়লেও দ্বিতীয়ার্ধে পুরো ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। আক্রমণেভাগের একই অবস্থা ছিলো। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন