পার্বতীপুর শহরের একটি আবাসিক হোটেলে এক নারী (৩০) গণধর্ষনের শিকার হয়েছেন। ঘটনার সাথে জড়িত হোটেল ম্যানেজার নুর ইসলামকে পুলিশ গ্রেফতার করে হোটেলটি সিল করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত ১১ টায়। রাতেই পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
গতকাল সোমবারে সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । দিনাজুপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম ও পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান গতকাল সোমবার সকালে জানান- ধর্ষিতার বাড়ী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কলাকাটার চরে। তার (ধর্ষিতার) মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছে, তবে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না। লোকমুখে শুনে ছোট ভাইকে সাথে নিয়ে মহিলাটি পার্বতীপুরের পার্শ্ববর্তী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রাধানগরে একজন হোমিও ডাক্তারের নিকট মা’র জন্য ওষুধ নিতে আসে। ওষুধ নিয়ে গত শনিবার রাত ৯ টার দিকে পার্বতীপুর রেল স্টেশনে আসে। কুড়িগ্রাম যাওয়ার ট্রেন রাত ৩ টায় (রমনা ট্রেন) হওয়ায় মহিলাটি তার ভাইকে নিয়ে স্টেশন সংলগ্ন পার্বতীপুর শহরের নতুন বাজারে শহীদ মিনার রোডে ডিলাক্স নামে একটি আবাসিক হোটেল উঠে। অসহায় দেখে সুযোগ বুঝে রাত ১১ টার দিকে হোটেল ম্যানেজার নুর ইসলাম ও জনৈক মামুনুর রশিদ মেয়েটিকে একটি রুমে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষন করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন