বেনাপোল সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২১ বাংলাদেশি নারী, পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
আজ মঙ্গলবার সকাল ৮টায় বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটকদের মধ্যে ৮ জন নারী, ৮ জন পুরুষ ছাড়াও রয়েছে ৫টি শিশু। তাদের বাড়ি নড়াইল, মাদারীপুর, বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
বিজিবি জানায়, গোপন সংবাদ আসে পাসপোর্ট ছাড়া ভারত থেকে বেশ কিছু মানুষ সীমান্ত অতিক্রম করছে। পরে অভিযান চালিয়ে ২১ বাংলাদেশিকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
বিজিবির পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে ১১সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন