শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরিষাবাড়িতে ৪ বিএনপি নেতাকর্মীকে মারধর মোটর সাইকেল ভাংচুর

সরিষাবাড়ি (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ৮:৩৩ পিএম

সরিষবাড়ীতে বৃহস্পতিবার বিকেলে ৪ বিএনপি নেতাকর্মীকে মারধর করে করেছে আওয়ামী নেতাকর্মীরা। এ সময় তারা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদের ইয়ামাহা মোটর সাইকেলটি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। সানাকইর বাজার ও দিগপাইত উপশহরের একাধিক দোকানদার ও ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মামুন, মহাদান ইউনিয়ন বিএনপি নেতা আমজাদ হোসেন, ছাত্রদলের নেতা রুবেল ও রাসেল তাদের সাংসারিক ও পারিবারিক কাজে সানাকইর বাজার থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে করগ্রাম চন্টুর মোড়ে আসা মাত্র তাদের পথ রোধ করে স্থানীয় আওয়ামী ছাত্রলীগ নেতা রুবেল রনি সোহেল সহ কতিপয় ১০/১২ সংঘবদ্ধ হয়ে ঐ বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করে বেপরোয়া মারধর করার পর তাদের ইয়ামাহা একটি মোটর সাইকেল ভাংচুর করে। এ ঘটনায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান পরিদুল কবীর তালুকদার শামীম তীব্র নিন্দা জানিয়েছেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান ঘটনাটি স্বীকার করে জানান, বিষয়টি আমি অবহিত হলেও কেউ অভিযোগ করেনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন