যুক্তরাষ্ট্রে সিরিয়া যুদ্ধ ফেরত এক যুবক বুধবার তার অপরাধ স্বীকার করেছেন। লোকটি শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। পরে তিনি সিরিয়ায় গিয়ে সেখানকার একটি চরমপন্থী দলের পক্ষে যুদ্ধ করেন। ওই যুবকের নাম মোহাম্মদ ইউনিস আল-জায়াব (২৫)। বিচার বিভাগ জানায়, তিনি স্বীকার করেন যে ২০১৩ সালের নভেম্বর মাসে তিনি যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে তুরস্ক হয়ে সিরিয়ায় প্রবেশ করেন। সেখানে তিনি চরমপন্থী সংগঠন আনসার-আল-ইসলাম এ যোগ দেন এবং সংগঠনটির পক্ষে যুদ্ধ করেন। দলটি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। ইউনিস তার অপরাধ স্বীকার করার পর বিচার বিভাগ এক বিবৃতিতে একথা জানিয়েছে। এএফপি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন