কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজা সহ একটি মাইক্রোবাস জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি এলাকায় মাইক্রোবাস ধাওয়া করলে চালক গাড়ী ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ মাইক্রোবাসটি থানায় এনে সিটের নীচ থেকে গাঁজা গুলো উদ্ধার করে। এ ঘটনায় মাইক্রোচালক উপজেলার কবিরমামুদ গ্রামের শামসুল হকের ছেলে সজিব মিয়া (২৭) সহ অজ্ঞাতনামা আরও ৩ জনের নামে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন