বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির মাওলানা জাফরুল্লাহ খানের নেতৃত্বে ছোট ছোট সাতটি দলের সমন্বয়ে ‘সম্মিলিত ইসলামি ঐক্যজোট’ নামে নতুন আরেকটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। আগামী জাতীয় নির্বাচনে নতুন এ জোটটি ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে। গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ জোটের ঘোষণা দেয়া হয়। এ জোটের সাতটি দল হচ্ছে, বাংলাদেশ খেলাফত আন্দোলন (জাফরুল্লাহ), বাংলাদেশ জনসেবা আন্দোলন, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ, লিবারেল পার্টি, ইসলামী ডেমোক্রেটিক ফোরাম, ন্যাশনাল উলামা ফ্রন্ট ও বাংলাদেশ মুসলিম জনতা পার্টি। নিজেকে সম্মিলিত ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে, জানিয়ে মাওলানা জাফরুল্লাহ খান বলেন, এ জোটের মহাসচিব হচ্ছেন ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ খায়রুল আহসান।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে এ জোটের আত্মপ্রকাশ হলেও এর প্রক্রিয়া দীর্ঘ দিন ধরে চলছিল। নির্বাচনের পরেও এর কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার দাবি জানিয়ে জাফরুল্লাহ খান বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হলে আমরা ৩০০ আসনে প্রার্থী দেয়ার চেষ্টা করব। বিভিন্ন জোটে যাওয়ার ব্যাপারে তাদের কাছে প্রস্তাব দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে আরো পরে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশগ্রহণের জন্য তাদের জোট শিগগিরই চিঠি দেবে বলেও তিনি উল্লেখ করেন। মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামী প্রেরণার ভিত্তিতে এ জোটের কার্যক্রম চলবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন