সংলাপে দাবি আদায় হবে না। আর দাবি আদায়ে রাজপথে নামার বিকল্প নেই, এমনটাই মনে করছেন ঢাকা বিশ্বিবিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা।
রোববার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তারা। সাদা দলের এ অবস্থান ধর্মঘট সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে।
অবস্থান কর্মসূচী থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র ‘পুনরুদ্ধারের জন্য’ সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা।
সাদা দলের সাবেক আহ্বায়ক আখতার হোসেন খান বলেন, ‘এদেশে দুর্যোগ বার বার এসেছে। দেশের মানুষ বীরত্বের সঙ্গে তা মোকাবেলা করেছে। লিখে রাখুন বর্তমান স্বৈরাচারী সরকারেরও পতন হবে। একজন খালেদা জিয়া কিছুই নয়,কিন্তু এ মানুষটির উপর নির্ভর করছে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব।’
সরকারের উদ্দেশে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘সময় থাকতে জনগণের দাবি মেনে নেন। প্রহসন বাদ দিয়ে সময় থাকতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা মেনে নিন।’
কর্মসূচীতে অধ্যাপক মামুন আহমেদ বলেন,‘জেলের মধ্যে খালেদা জিয়াকে নির্যাতন-নিপীড়নের কারণে তার জীবন ও রাজনীতি এখন শঙ্কার মুখে। আমরা মনে করি খালেদা জিয়া ও তারেকের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।’
অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হাসান খান, ছিদ্দিকুর রহমান খান, মোজাদ্দেদ আলফেসানী, হাসানুজ্জামান, আবুল কালাম সরকার, আব্দুর রশীদ, মাহ্ফুজুল হক, মো. ইউসুফ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন