রাজধানীর মেহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের সময় তারা ঘুমিয়ে ছিল বলে জানা গেছে। এই দম্পতি হলেন সাইফুল ইসলাম (২৫) ও সাজেনা আখতার (১৮)।
মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন