বংশাল থানা বিএনপির সাধারণ সম্পাদক মামুনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বংশাল এলাকা থেকে মামুনকে আটকের পর পুলিশ নির্যাতন করে তার পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশে অংশ নেয়ার প্রস্তুতিকালে পুলিশ তাকে আটক করে। পরে তার উপর নির্যাতন চালিয়ে তার পা ভেঙে দিয়ে মেডিকেলে ভর্তি করেছে পুলিশ।
রিজভী বলেন, দেশে দানবের শাসন চলছে। বিএনপির নেতাকর্মীরা যেন সমাবেশে আসতে না পারে, সেজন্য এই জন্য এই অত্যাচার নির্যাতন করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন