কুমিল্লা নাঙ্গলকোটের তিলিপ দরবার শরীফে মরহুম পীর শাহসুফি আবদুল গণী (রহ.) স্মরণে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী ৮০তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। মাহফিলের প্যান্ডেল, মঞ্চসহ আনুসঙ্গিক সকল কাজ সম্পন্ন হয়েছে। তিলিপ দরবারের পীর ছাহেব মাওলানা শাহসুফি আবু ছালেহ মো. রুহুল আমিন ছিদ্দিকী মাহফিলে উপস্থিত হওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের আহ্বান জানিয়েছেন। পীরজাদা মুফতি শাহ মোহাম্মদ গিয়াস উদ্দিন গণির সঞ্চালনায় মাহফিলের প্রথমদিন বৃহস্পতিবার প্রধান মেহমান হিসেবে বয়ান করবেন ফুরফুরা দরবারের সৈয়দ আজমাত হোসেন ছিদ্দীকি আল কুরাইশী। গুরুত্বপূর্ণ বয়ান করবেন ভোলার বোরহান উদ্দিন কামিল মাদরাসার মুহাদ্দিস আল্লামা হাবিবুর রহমান আল জাযিরী, ঢাকা গোলাপ শাহ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাসুম আল ফরহাদ, খাগড়াছড়ি মোল্লাবাজার দাখিল মাদরাসার সুপার মাওলানা আবদুল মতিন গণী প্রমুখ। সমাপনী দিন শুক্রবার প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন ফতেহাবাদ দরবারের পীর আল্লামা শফিকুল ইসলাম ও আল্লামা হাফেজ ড. আবু আব্দিল্লাহ মোহাম্মদ আইনুল হুদা। শনিবার ফজর নামাজ শেষে আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন