শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বানিয়াচংয়ে চক্ষু হাসপাতাল চাই

| প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

বিশ্বের সবচেয়ে বড় গ্রাম হিসেবে খ্যাত বানিয়াচং। ১৮৬ দশমিক ২৮ বর্গমাইলের বানিয়াচং উপজেলায় প্রায় চার লাখ লোকের বাস। এর ১৫টি ইউনিয়নের চারটি ইউনিয়ন নিয়ে বিশ্বের এই বৃহত্তম গ্রাম অর্থাৎ উপজেলা সদরের অবস্থান, যেখানে প্রায় সোয়া লাখ লোকের বসবাস। চিকিৎসার দিক দিয়ে বরাবরই এ উপজেলার জনসাধারণ অবহেলিত। কৃষিনির্ভর ভাটি অঞ্চল হওয়ায় দারিদ্র্যের হারও বেশি। উপজেলা সদরে সরকারি হাসপাতাল থাকলেও এখানে নেই পর্যাপ্ত ডাক্তার, নার্স ও চিকিৎসা সরঞ্জাম। এমনকি নেই কোনো চক্ষু বিভাগ। বেসরকারি পর্যায়ে বানিয়াচং উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নে বিএনএসবি (বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি ফর ব্লাইন্ড) চক্ষু হাসপাতাল রয়েছে। সেখানে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এদিকে হাসপাতালটি উপজেলা সদর থেকে প্রায় ১৪-১৫ কিলোমিটার দূরবর্তী এবং হবিগঞ্জ সদরের প্রায় কাছাকাছি হওয়ায় পথিমধ্যে না থেমে উন্নত চিকিৎসার আশায় প্রতিদিন অসংখ্য চক্ষু রোগী বানিয়াচং থেকে হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি চক্ষু হাসপাতালে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা করাচ্ছে, যা অনেকের জন্যই কষ্টকর। এ অবস্থায় বানিয়াচং উপজেলা সদর হাসপাতালে চক্ষু চিকিৎসার জন্য চক্ষু বিভাগ চালু অথবা বিএনএসবির চক্ষু হাসপাতালটি বানিয়াচং উপজেলা সদরে স্থানান্তর করলেও জনসাধারণ স্বল্প খরচে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা নিতে পারে।
পিয়ানুর আহমেদ হাসান
বানিয়াচং, হবিগঞ্জ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন