কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (২০১৮-১৯) সেশনের ভর্তি পরীক্ষা শুরু আজ। শুক্রবার বিকেল ৩ টা থেকে ‘বি’ ইউনিট এবং শনিবার সকাল ১০টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা এবং একই দিন বিকেল ৩টা থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১০৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্র্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৬১ জন শিক্ষার্থী। এদিকে ভর্তি পরীক্ষার কেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ‘বি’ ইউনিটে ১৫ টি, ‘সি’ ইউনিটে ৮ টি এবং ‘এ’ ইউনিটে ১৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে ভর্তি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের বেশকিছু নির্দেশনা দিয়েছে পরীক্ষা কমিটি। বলা হয়েছে পরীক্ষার হলে যেকোন ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস (যেমন মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি) নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে স্ব স্ব কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের চেয়ে বিলম্ব হলে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। পরীক্ষার নিরাপত্তার স্বার্থে প্রত্যেক পরীক্ষার্থীকে কান এবং মুখমণ্ডল খোলা রাখতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই ছবিযুক্ত এস.এস. সি/এইচ.এস.সি/সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড, ২ পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে ডাউনলোডকৃত প্রবেশপত্রের ২ টি রঙ্গীন প্রিন্ট কপি পরীক্ষার হলে নিয়ে আসতে হবে। ভর্তি পরীক্ষার দিন নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের মূল ফটকে বিএনসিসি এবং রোভার সদস্যরা তল্লাশির দায়িত্বে থাকবে। এছাড়াও কেন্দ্রের বাইরের অংশে নিরাপত্তা রক্ষায় পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থার লোকজন সতর্ক অবস্থানে থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন