শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাবনা চেম্বার অব কমার্স দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ৩:৫৬ পিএম

পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। আজ শুক্রবার সকালে পাবনা শহীদ এ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়াম চত্বরে এক মতবিনিময় সভায় পাবনা চেম্বারের উপদেষ্টা স্কয়ার বেভারেজ ফুড লি: ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং স্কায়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু জন প্রতিনিধি, প্রশাসন, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভায় এই সুসংবাদটি জানান। তিনি এ সময় বলেন, চেম্বার ব্যবসা-বাণিজ্য’র অগ্রগতিতে সহায়তার পাশপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদেরও ঐক্যবদ্ধ করে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাবনা চেম্বারের বর্তমান কমিটির এক বছরপূর্তি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশপ্রশাসন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় সুশীলসমাজের প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পাবনা চেম্বারের সভাপতি মো: সাইফুলআলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজাবিশ্বাসের পরিচালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক মো: জসিমউদ্দিন, পুলিশ সুপার শেখরফিকুলইসলাম(পিপিএম) ও বিশিষ্ট ব্যবসায়ী এবং চেম্বারের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন