শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

তদবিরকারী শিক্ষকদের নেতিবাচক হিসেবে চিহ্নিত করা হবে -শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বদলির জন্য তদবিরকারী শিক্ষকদের নেতিবাচক হিসেবে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মফস্বল থেকে ঢাকায় আসার জন্য তদবির করা শিক্ষকদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, সরকারি চাকরি করতে হলে সরকার যেখানে দেয়, সেখানে যাওয়া নিয়ম। তারা নানারকম ক্ষমতাবান লোক দিয়ে ঢাকায় নিয়ে আসেন। এটা অন্যায়, নিয়ম নেই। মন্ত্রী, সচিব, ডিজির কাছে কেউ এমন রিকমেন্ডেশন নিয়ে এলে তার জন্য সেটি নেতিবাচক হিসেবে দেখা হবে। গতকাল (শনিবার) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘শিক্ষার মানোন্নয়ন ও সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলন’ এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। নাহিদ বলেন, আমাদের অনেক টিচার আছেন, সবাই উদগ্রীব, তার পছন্দের জায়গায় যাওয়ার জন্য। আমার কাছে যদি ১০০ জন লোক আসে, তার ৮০ জন আসে কেবল ঢাকায় আসার জন্য। তিনি অনলাইনে আবেদন করবেন। জেনুইন হলে অবশ্যই বদলি করব, এটা করা উচিত, কিন্তু কোনো তদবির চলবে না। কলেজের অধ্যক্ষদের শিক্ষক হিসেবে ভালো হওয়ার পাশাপাশি পরিচালক হিসেবে দক্ষ হওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। যেসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো হয়, সেগুলোকে বিশ্ববিদ্যালয় কলেজ না বলার আহŸানও জানান তিনি। অতি উৎসাহের কারণে আমরা দুই-একটার নাম দিয়ে দিয়েছি বিশ্ববিদ্যালয় কলেজ। আসলে বিশ্ববিদ্যালয় কলেজ বলে কিছু নেই। এটা খুশির জন্য বলেন, আনন্দের জন্য বলেন। এটা কিন্তু অফিশিয়াল কোনো নাম নয়। বিশ্ববিদ্যালয় কলেজ বলে কিছু নেই। শিক্ষামন্ত্রী আবারও পাবলিক পরীক্ষার সময় কমিয়ে আনার কথা বলেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি, দীর্ঘতম পরীক্ষা চলতে পারে না। ১০ দিনের বেশি পরীক্ষা চলতে পারে না। এই সম্মেলনে সারাদেশের ৩২৯টি প্রতিষ্ঠানের অধ্যক্ষরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন