স্টাফ রিপোর্টার : যৌন হয়রানির অভিযোগে বেসরকারি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাহফুজ ফেরদৌস নামের ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই শিক্ষককে বরখাস্ত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির ভিসি এ এম এম সফিউল্লাহ গতকাল (শনিবার) বলেন, ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। যৌন হয়রানি তদন্তে বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী কমিটি আছে। এখন ওই কমিটি তদন্ত করে যা পাবে, তার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে গতকাল সকালে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির তেজগাঁও ক্যাম্পাসের সামনে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের ফলে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির সকল ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওই বিভাগের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। স¤প্রতি আরেক ঘটনায় শিক্ষার্থীরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। কিন্তু ওই শিক্ষক সেই ছাত্রীকে চাপ দিয়ে মিথ্যা বিবৃতি আদায় করেন। এ জন্য তাঁরা ওই শিক্ষককে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজ ফেরদৌস স¤প্রতি এক ছাত্রীকে পরীক্ষায় বেশি নম্বর দেয়ার কথা বলে হয়রানি করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন