ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় সাড়ে ৪ কিলোমিটার সঞ্চালন লাইনে গৃহস্থালী কাজে আবাসিক গ্যাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি থেকে পৌরভবনে গ্যাস প্রজ্জ্বলনের মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় দীর্ঘ বিশ বছরের দাবী বাস্তবায়নে পৌরবাসীর মধ্যে আনন্দ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উদ্বোধনের পর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন পৌরমেয়র মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে তিনি আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। এ সময় আরো বক্তৃতা করেন সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুশতাক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদ্দূস, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবি আহমদউল্যাহ আনছারী, উপজেলা আ.লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্লাহ প্রমুখ। ওই সময় বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক উপস্থিত ছিলেন। গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানীর কর্মকর্তাগণ জানান, চলতি মাসের দশ তারিখে জনসাধারণ গ্যাসের আবেদন করতে পারবে। কোম্পানী স্বল্পতম সময়ে গ্রাহকের বাসায় গ্যাস সংযোগ পৌছে দেবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন