স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিলকে ঘিরে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় নেতাকর্মীদের পদচারণায় এখন মুখরিত হয়ে উঠেছে। পদ-পদবি টিকিয়ে রাখতে এবং নতুন করে পদ-পদবি প্রত্যাশীদের পদচারণায় প্রতিদিন সরগরম হয়ে উৎসবের আমেজ তৈরি হচ্ছে আওয়ামী লীগের সভাপতির এ রাজনৈতিক কার্যালয়টি।
সরজমিনে জানা গেছে, সরকারি দল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাউন্সিল প্রস্তুতি সভা ছাড়া কেন্দ্রীয় (পদ-পদবি প্রত্যাশী) এসব নেতাদের তেমন দেখা যায় না। একইভাবে জাতীয় সংসদের অধিবেশন থাকায় দলীয় এমপি ও মন্ত্রীরা ধানমন্ডি কার্যালয়ে তেমন যান না। তবে এমপি কিংবা মন্ত্রী নন, কেন্দ্রীয় কমিটিতে আছেন এমন নেতারা পদ টিকিয়ে রাখতে প্রতিদিন সকাল-বিকেল ভিড় করছেন ধানমন্ডিতে শেখ হাসিনার কার্যালয়ে। আবার কেন্দ্রীয় পদপ্রত্যাশী তরুণ নেতারা সমর্থকদের নিয়ে শো-ডাউন করছেন। যা অনেক সময় পরিণত হচ্ছে ছোট ছোট সমাবেশে। এসব শো-ডাউনে কর্মী-সমর্থকদেরও এখন কদর বেড়েছে। দিতে হচ্ছে জনপ্রতি এক থেকে দুই হাজারেরও অধিক টাকা। এতে কর্মীরা আছেন বেশ ফুরফুরে মেজাজে। এমনটি জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী।
এদিকে খাদ্য উপ কমিটি, ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবক, মঞ্চ সাজানোসহ বিভিন্ন উপ কমিটির সভা প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনীতিক এ কার্যালয়ে। এছাড়াও শেখ হাসিনার কার্যালয়ের বিপরীতে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারটি কাউন্সিল পর্যন্ত ভাড়া নিয়েছে আওয়ামী লীগ। প্রস্তুতি সভাগুলো সেখানেই অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিটি উপ কমিটির প্রধান দলের শীর্ষ নেতাদের রাখা হয়েছে। তবে এসব নেতারা তেমন সময় দিতে পারছেন না। মূলত কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক সাবেক ছাত্রনেতারাই মুখরিত করে রেখেছেন শেখ হাসিনার কার্যালয়সহ প্রিয়াংকা কমিউনিটি সেন্টার।
ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বাহাদুর বেপারী, মাহফুজুর রহমান রিপন, বদিউজ্জামান সোহাগ, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহাফুজ হায়দার চৌধুরী রোটন, সিদ্দিকী নাজমূল আলম, ছাত্রলীগের সাবেক নেতা জহিরউদ্দিন মাহমুদ লিপটন, গোলাম সরোয়ার কবির, সাবেক এমপি নাজমা আখতার, অধ্যাপিকা অপু উকিল, কায়সার হাসনাত, ফরিদুন্নাহার লাইলী, যুব মহিলা লীগের কোহেলী কুদ্দুস মুক্তি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোঃ আবু কাউছারসহ পদপ্রত্যাশী নেতারা সারাদিনই অবস্থান করেছেন ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়টিতে।
বর্তমানে যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছে এদের কারা কারা বাদ পড়তে পারেন, সাবেক ছাত্রলীগ নেতারা কারা যোগ হচ্ছেন, সেলিব্রেটিদের কারা আসতে পারেন এ নিয়ে নেতাকর্মীদের মাঝে প্রতিনিয়তই জোর আলোচনা চলছে। একই পদে যারা দু’দফায় রয়েছেন তারা চেষ্টা করছেন প্রমোশন পেতে।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়টিতে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন ’৫২ ভাষা আন্দোলন এবং স্বাধীনতাযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এই দলটি। তাই এ কার্যলয়ে প্রতিদিন শত শত নেতা-কর্মীর পদভারে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তবে এসব নেতারা নাম প্রকাশ না করার অনুরোধ জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন