শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মহানগর

চট্টগ্রামে যুবকের পেট থেকে ৩৪০ ইয়াবা উদ্ধার

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক যুবকের পেটের ভেতর থেকে ৩৪০ ইয়াবা উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার বাসস্ট্যান্ড থেকে ঢাকা যাত্রার প্রাক্কালে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবকের নাম নুরুল হাকিম (২০)। সে টেকনাফ উপজেলার ইসলামবাদের ফরিদের কলোনীর জনৈক আব্দুল গাফ্ফারের ছেলে। জিজ্ঞাসাবাদে ধৃত যুবক পেটের ভেতর বিশেষ কায়দায় ইয়াবা ট্যাবলেট লুকানো আছে বলে স্বীকার করে। ওই দিন রাত সাড়ে ১০টায় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে তার পাকস্থলী এক্স-রে করা হয়। টয়লেটে নেয়ার পরে মল ত্যাগের চেষ্টা করলে তার পায়ুপথ দিয়ে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো একে একে সতেরটি পোটলা বের হয়ে আসে। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন