শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

রূপালী ব্যাংকের পর্যালোচনা সভা

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বছরের শেষ প্রান্তিকে গতকাল রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা-২০১৮ অনুষ্ঠিত হয়। রাজধানীর হোটেল-৭১-এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান। তিনি খেলাপী ঋণ আদায় ও লোকসানী শাখা কমিয়ে আনার উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। ২০১৬ সালে মাত্র ৩৬ লাখ একাউন্ট থাকলেও বর্তমানে প্রায় ২ কোটি একাউন্ট নিয়ে গ্রাহক সংখ্যার দিক থেকে শীর্ষে অবস্থান করছে ব্যাংকটি। এছাড়াও তিনি গ্রাহক সেবা ও গুণগত ঋণ বিতরণের দিক থেকেও ব্যাংকটিকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন। এতে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মো. মোরশেদ আলম খন্দকার। এছাড়াও জিএম মো. কাইসুল হক, সিএফও মো. শওকত জাহান খানসহ সকল জিএম, ডিজিএম, জোনাল ম্যানেজারসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন