তফসিল ঘোষণার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শনিবার (১০ নভেম্বর) দুপুর দেড়টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ও তারেক রহমানের সাজা এবং নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ মোড় থেকে শেরাটন পর্যন্ত একটি বিক্ষোভ বের করে। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় মিছিলে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এবং ছাত্রদল সহ-সম্পাদক সঞ্জয় কুমার দে’সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ###
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন