শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীন-মিয়ানমার চুক্তি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মিয়ানমারের কিয়কপিউ শহরে বঙ্গোপসাগরের উপকূল বরাবর কয়েকশ’ কোটি ডলার ব্যয়ে একটি গভীর সমুদ্রবন্দর বানানোর ঘোষণা দিয়েছে চীন। দক্ষিণ এশিয়ায় চীনের তৈরি তৃতীয় সমুদ্রবন্দর হবে এটি। ভারতের আশেপাশেই আছে দু’টি চীনা বন্দর। গ্লোবাল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরটির ৭০ শতাংশের অর্থায়ন করবে চীন। আর বাকী ৩০ শতাংশ অর্থ দেবে মিয়ানমার। তাই আরো একটি বন্দরের ঘোষণায় চীনা এ পরিকল্পনা নিয়ে উদ্বেগে পড়েছে দিল্লি। চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের আওতায় বেইজিং ও মিয়ানমারের নেপিদোর মধ্যে বৃহস্পতিবার এ বন্দর তৈরির চুক্তি সই হয়েছে। প্রকল্পটিতে অর্থায়নসহ আরো কয়েকটি বিষয় নিয়ে বহু বছরের আলোচনার পর এ চুক্তি হল। পাকিস্তানের গোয়াদরে আরব সাগরের ওপর এরই মধ্যে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ করছে চীন। যার সম্মুখভাগেই আছে মুম্বাই উপকূল। গ্লোবাল টাইমস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন