শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁদপুরে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ৩:১৩ পিএম

চাঁদপুর শহরের পুরানবাজার থেকে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ১১ নভেম্বর রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজের নেতৃত্বে যৌথ অভিযানে পুরাণবাজার ঘোষপট্টি এলাকার শাহজালাল বেপারীর ভাই ভাই পলিথিন স্টোরের ৩টি গোডাউন থেকে প্রায় ২শ’ ৮০ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে মডেল থানায় জিডি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ জানান, পুরাণবাজারে কয়েকটি গোডাউনে বিক্রয় নিষিদ্ধ পলিথিন রয়েছে মর্মে গোপন সংবাদ পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করে এগুলো বিক্রয় নিষিদ্ধ।

জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট কাজী সুমন জানান, জব্দকৃত পলিথিন বিক্রয় নিষিদ্ধ। অভিযানে অনুমানিক ২শ’ ৮০ কেজি পলিথিন জব্দ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন