রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাসিরনগরে বৈশাখী ভাতা ও ইনক্রিমেন্ট পেয়ে বেসরকারি শিক্ষকদের আনন্দ শোভাযাত্রা

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ৭:০১ পিএম

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করে শিক্ষকরা । আজ রবিবার স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ও ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমানের সভাপতিত্বে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরবিন্দু গোপের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল হক, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল আমিন ভুইয়া,গোর্কণ সৈয়দ ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিব কুমার দেব,হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল্লাহ ভুইয়া,চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তপন কুমার দাস প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন