চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠন মে দিবস পালনের প্রস্তুতি নিয়েছে। আজ (রোববার) মহান মে দিবস উপলক্ষে সকাল ৮টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে র্যালি ও সমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। শ্রমজীবী মানুষের সংগ্রাম, সংহতির আর অধিকার আদায়ের সাথে একাত্মতা জানাতে এ র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে বলে সিইউজের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে নয়টি সাংস্কৃতিক সংগঠন জোটবদ্ধভাবে মে দিবস পালন করবে। আজ বিকেল ৫টায় নগরীর ডিসি হিলে মুক্তমঞ্চে জোটবদ্ধ পরিবেশনা শুরু হবে। সংগঠনগুলো হচ্ছে উদীচী, চট্টগ্রাম থিয়েটার, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, প্রমা, বোধন, ওডিসি ডান্স, ফেইম, চারণ ও সাংস্কৃতিক ইউনিয়ন। উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্ত জানান, মে দিবসের পরিবেশনার মধ্যে রয়েছে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন