একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হতে আগ্রহীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করছে বিএনপি। আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়ার পর গতকাল থেকেই ফরম বিক্রি শুরু করেছে দলটি। প্রথম দিনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তিনটি আসন, মহা এস চি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য একটিসহ মোট এক হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বিএনপি।
মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো মমোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে সকাল ১০ টা থেকে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মনোনয়ন ফরম কিনতে আসছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন