শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীতে বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব অনলাইন ডেস্ক : রাজধানীর কদমতলীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন গোয়েন্দারা। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭০ হাজার পিস, একটি পিস্তল ও গোলাবারুদও উদ্ধার করা হয়।
রোববার দুপুরে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার গভীর রাতে গোপন সংবাদে কদমতলী থানার মাতুয়াইল মেডিক্যাল হাসপাতালের উত্তর পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম বিশ্ব রোডের ওভার ব্রিজের নিচ থেকে মো. সায়েম, মো. ইসমাইল হোসেন এবং মো. আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তিনজনের শরীরে তল্লাশি চালিয়ে ৭০ হাজার ইয়াবা, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা মাদক ও অস্ত্র ব্যবসায়ীও বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন