ইনকিলাব অনলাইন : রাজধানীর কাওরান বাজারের জনতা টাওয়ারের পেছনে হাসিনা মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । গতকাল রোববার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শেষে রাত পৌনে ৮টার দিকে কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের কয়েকটি দোকানে হঠাৎ করে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট ও স্থানীয় লোকজন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই মার্কেটের স্টার মাহবুব বেডিং স্টোরের সত্ত্বাধিকারী মাহবুব আলী বাবু জানান, মার্কেটের মালিক উত্তর কারওয়ান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, এতে ১৮২টি দোকান ছিলো। এসব দোকানের সবকটিই পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, আগুনে ভেতরের দিকে সবগুলো দোকানই পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ ২০ কোটি ছাড়াবে বলে অনুমান করা হচ্ছে।
বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন দমকল বাহিনীর গাড়িতে পর্যাপ্ত পানি ছিল না এই পানির সঙ্কটের কারণেই আগুন এতটা ছড়িয়ে পড়েছে।
এদিকে ঘটনাস্থলে গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক জানিয়েছেন, মার্কেটের ১৮৬টি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স) মেজর একেএম শাকিল নেওয়াজ সাংবাদিকদের জানান, প্রায় তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভয়াবহ অগ্নিকেণ্ডের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজের নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে মেজর শাকিল নেওয়াজসহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুজন এবং ঢাকা সিটি কর্পোরেশনের দুজন কর্মকর্তাকে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) আলি আহম্মেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন