শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় নির্বাচন কমিশনার বরাবর বিএনপির স্মারকলিপি

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

খুলনা মহানগর বিএনপি’র পক্ষ থেকে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশের দাবিতে গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে উল্লেখ করা হয়, একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সেই জন্য আমাদের সুপারিশগুলো হল- সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, লেবেল প্লেয়িং ফিল্ড সকলের সমান সুযোগ দিতে হবে, বিগত মেয়র নির্বাচনে ভোট ডাকাতিতে সহায়তাকারীদের নির্বাচনের বাহিরে রেখে মাঠ পর্যায়ে প্রশাসনের রদবদল, দল নিরোপেক্ষ নির্বাচনী কর্মকর্তা নিয়োগ খুলনা মহানগরীর বাহিরে বিশেষ করে দাকোপ, বটিয়াঘাটা কোন কর্মকর্তা ও শিক্ষকদের নিয়োগ না দেওয়া। বিশেষ একটি ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ নিয়োগ না দেওয়া। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নির্বাচন কমিশনারের অধীনে রাখা। নির্বাচনের তিন সপ্তাহ পূর্বে সেনাবাহিনী মোতায়েন ও টহলের ব্যবস্থা করা এবং সন্ত্রাসী গ্রেফতার অভিযান পরিচালনা করা। খুলনার ছয়টি আসনে ইভিএম ব্যবহার না করা। নির্বাচনী আচারণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। কালো টাকা দিয়ে ভোটকে প্রভাবিত না করতে পারে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। সর্বোপরি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য আহবান জানাচ্ছি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সোঃ মুজিবর রহমান এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন