২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে পরাজিত করতে ‘সাবাস বাংলাদেশ’ নামে প্রামাণ্য চিত্র নির্মাণ করেছিলেন মাহী বি. চৌধুরী। টিভিতে প্রচারিত ১১ পর্বের ওই প্রমাণ্যচিত্রের উপস্থাপনা করেন সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। ওই প্রমাণ্যচিত্র ভোটারদের মধ্যে ব্যপক প্রভাব ফেলেছে; নির্বাচনে ধানের শীষ বিজয়ী এবং নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজিত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৮ বছর আগের নির্বাচনে যিনি ‘নৌকা ডোবাতে’ মরিয়া হয়ে উঠেছিলেন সময়ের বিবর্তনে তিনি এবার সেই ‘নৌকার মাঝি’ হতে চাচ্ছেন। দলীয় প্রতীক কুলার পাশাপাশি নৌকা প্রতীক নিয়ে তার দলের নেতারা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। ‘সাবাস বাংলাদেশ’ অনুষ্ঠান নির্মাতার ১৮০ ডিগ্রী ঘুরে যাওয়া দেখে সত্যিই এখন ‘অবাক বাংলাদেশ’।
আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার প্রক্রিয়া শুরু করেছে বি. চৌধুরীর যুক্তফ্রন্ট। প্রচারণা রয়েছে দলীয় প্রতীক ‘কুলা’ নিয়ে নির্বাচন করবে বিকল্প ধারা বাংলাদেশ। পাশাপাশি মহাজোটে অন্তর্ভূক্ত হলে দলটির কিছু নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। গতকাল নির্বাচন কমিশনকে দেয়া এক চিঠিতে নির্বাচনী প্রতীক নিয়ে দলীয় অবস্থানের কথা জানিয়েছে যুক্তফ্রন্ট।
বৃহস্পতিবার ছিল জোটগতভাবে নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করার শেষ দিন। কিন্তু মহাজোটে যোগ দেয়া নিশ্চিত না হওয়ায় প্রথমে আবার সকালে কমিশনের কাছে সময় বাড়ানোর অনুরোধ করেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী। নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ১০ দিন বাড়িয়ে ২৬ নভেম্বর করার অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন। চিঠিতে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূনতফসিলের পর জোটের প্রতীক বরাদ্দ সংক্রান্ত বিষয়টি অবহিত করার সময়সীমা ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
যুক্তফ্রন্টসহ অন্যান্য রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়ে পুন:তফসিল করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যুক্তফ্রন্ট এখনো জোট সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে, তাই নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের ব্যাপারে আপনাদের দেয়া সময়সীমা বৃদ্ধি করা যৌক্তিক ও প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং জোটভূক্ত দলসমূহের সম্প্রসারণের কার্যক্রম নির্বিঘ্নে শেষ করতে নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ১০ দিন বাড়িয়ে ২৬ নভেম্বর পুননির্ধারনের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। #
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন