বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কেএসআর’র দৃষ্টিনন্দন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রেস বিজ্ঞপ্তি। | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

ঢাকার দোহারের শাইনপুকুরে কুয়েত আওক্বাফ পাবলিক ফাউন্ডেশনের অর্থায়নে ও কুয়েত সোসাইটি ফর রিলিফ (কেএসআর) বাংলাদেশ অফিসের তত্ত্বাবধানে দৃষ্টিনন্দন দ্বিতল জামে মসজিদের ভিত্তিফলক স্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেএসআর সদর দপ্তরের মহাপরিচালক আব্দুল আজিজ আল-ওবায়েদ, কেএসআর বাংলাদেশ অফিসের পরিচালনা পর্ষদের ট্রেজারার এমাদ সা‘দুন আল-মুতাওয়াহ, সংস্থার বাংলাদেশ অফিসের মহাপরিচালক ড. গাজী মোঃ জহিরুল ইসলাম, জাকাত সালওয়া কমিটি কুয়েতের চেয়ারম্যান বদর ফালেহ আকিল আল-আজমী, মসজিদ নির্মাণে স্থানীয় উদ্যোক্তা সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশ (এসআইটিসিবি)‘র পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস ও আরিয়াল বিল মাও শিশু ফাউন্ডশনের সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট এ কে এম আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তেজগাঁও কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মীর মোঃ দিলওয়ার হোসাইন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ভাতৃপ্রতীম কুয়েতের অতিথিবৃন্দকে এদেশের মানুষের কল্যাণে নেয়া নানামূখী সেবা কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান। অতিথিবৃন্দ এসব সেবা কার্যক্রম বাস্তবায়নে সরকারী সহযোগিতা দানের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। এসময় কুয়েতের আর্থসামাজিক উন্নয়নে কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের অবদানের বিষয়টি কৃতজ্ঞতার সাথে তুলে ধরে আগামী দিনে এদেশের দরিদ্র ও অভাবী জনগোষ্ঠীর কল্যাণে কুয়েতের সেবা কার্যক্রম চলমান রাখার আশ্বাস প্রদান করেন অতিথিরা। -

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
মোঃফজলে রাব্বী ৩০ জুলাই, ২০২২, ৭:১৭ পিএম says : 0
জয়পুর পশ্চিম পাড়া মসজিদ এর সাহায্য দরকার
Total Reply(0)
আবুল কাশেম ৩০ এপ্রিল, ২০২২, ২:২৪ পিএম says : 0
বাগান কলোনি মসজিদের জন্য সাহায্য দরকার
Total Reply(0)
Md Abdur Rakib ১৬ মে, ২০২২, ১০:৫৩ পিএম says : 0
মসজিদের জন্য সাহায্য দরকার।
Total Reply(0)
মাওলানা মুহাম্মদ আলী ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৫ এএম says : 0
আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ মুহতারাম ধর্ম প্রিয় মুসলিম ভাই আমার রাজশাহী জেলার চারঘাট থানাধীন নিমপাড়া ইউনিয়নের কালাবীপাড়া মাদরাসার ছাত্র এবং অন্যান্ন মুসল্লিদের নামাজের জন্য একটি মসজিদ খুবি জরুরী দুঃখ জনকবিষয় হলো মসজিদের জন্য জমি রেস্ট্রোরি হয়েছে কিন্তু মসজিদ করার সামর্থ হয়নি কাজেই সম্মানিত এই সংস্থা কর্মীদের কাছে বিনয়ের সাথে আবেদন একটি মসজিদ নির্মান করে আমাদের নামাজ আদায়ের ব্যবস্থা করবেন ইতি বান্দা মাওলানা মুহাম্মদ আলী|
Total Reply(0)
মাওলানা মুহাম্মদ আলী ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৬ এএম says : 0
আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ মুহতারাম ধর্ম প্রিয় মুসলিম ভাই আমার রাজশাহী জেলার চারঘাট থানাধীন নিমপাড়া ইউনিয়নের কালাবীপাড়া মাদরাসার ছাত্র এবং অন্যান্ন মুসল্লিদের নামাজের জন্য একটি মসজিদ খুবি জরুরী দুঃখ জনকবিষয় হলো মসজিদের জন্য জমি রেস্ট্রোরি হয়েছে কিন্তু মসজিদ করার সামর্থ হয়নি কাজেই সম্মানিত এই সংস্থা কর্মীদের কাছে বিনয়ের সাথে আবেদন একটি মসজিদ নির্মান করে আমাদের নামাজ আদায়ের ব্যবস্থা করবেন ইতি বান্দা মাওলানা মুহাম্মদ আলী|
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন