শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তুষ্ট চীন ও রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বেইজিং ও মস্কোর মধ্যকার বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। সিঙ্গাপুরে আসিয়ান সম্মেলনের অবকাশে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে পুতিন ও কেকিয়াং এ সন্তুষ্টি প্রকাশ করেন।
বৈঠকে পুতিন বলেন, ‘আমাদের দুই দেশের সরকার বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বাড়ানোর যে প্রচেষ্টা চালাচ্ছে তা উল্লেখযোগ্য এবং সন্তোষজনক। এজন্য আমি দুই সরকারকে ধন্যবাদ জানাই’।
জ্বালানি, বিমান, মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা এগিয়ে নেয়ার জন্য চীন এবং রাশিয়ার শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন পুতিন।
বৈঠকে প্রেসিডেন্ট পুতিনকে চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছা পৌঁছে দেন লি কেকিয়াং। তিনি বলেন, চীন ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক শীর্ষ পর্যায়ে ইতিবাচকভাবে কাজ করছে। দু দেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে যেসব সীমাবদ্ধতা রয়েছে সেগুলো দূর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সূত্র : পার্স টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন