প্রতি বছরের ন্যায় এবারও আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ-মিলাদ্ন্নুবী (সা.) অনুষ্ঠিত হবে। যথাযথ মর্যাদায় আগামীকাল রোববার সকাল সাড়ে নয়টায় রাজধানীর মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা হতে আজিমুশ্বান জুলুস বের হবে। হাজার হাজার মুসল্লী ও রাসুল (সা.) প্রেমিকের অংশগ্রহনে মোহাম্মদপুরের শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর টাউনহল, সাত মসজিদ রোড, শিয়া মসজিদ, রিং রোড, শ্যামলী সড়কসমূহ প্রদক্ষিণ করে মাদরাসায় প্রঙ্গনে এসে শেষ হবে।
জুলুস শেষে কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদরাসা ময়দানে দুপুর সাড়ে ১২ টায় নূরানী মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত জশনে জুলুস ও মাহফিলের সভাপতি আওলাদে রাসুল (সা.) মুর্শিদে বরহক আল্লামা আলহাজ সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাজিআ) দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করবেন। প্রধান মেহমান থাকবেন সাহেবজাদা আল্লামা আলহাজ সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ্ (মাজিআ) এবং বিশেষ মেহমান থাকবেন ঢাকা-১৩ আসনের এ্যাড. জাহাঙ্গীর কবির নানক এমপি। মাহফিলে মিলাদুন্নবী (সা.)’র তাৎপর্য্যরে মূল্যবান বক্তব্য রাখবেন দেশবরেন্য ওলামায়ে কেরামগণ।
এদিকে জুলুসকে সফল করার লক্ষে কেন্দ্রীয় আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি অধ্যাপক কাজী শামসুর রহমান, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ, পিএইচপি ফ্যামেলীর চেয়ারম্যান সুফি মিজানুর রহমানসহ আনজুমান ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ ও পীর ভাইয়েরা ইতোমধ্যে ঢাকা পৌঁছেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন