রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আসন বণ্টনের জন্য শেখ হাসিনাকে চিঠি দিলেন এরশাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম | আপডেট : ১২:২৬ এএম, ১৮ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে আলোচনার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চেয়ে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিকাল সেক্রেটারি সুনীল শুভ রায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ চিঠি পৌঁছে দেন। আওয়ামী লীগ সভাপতির পক্ষে চিঠি গ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
জানা গেছে, চিঠিতে আসন বণ্টন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে আলোচনার জন্য সময় চেয়েছেন। একক ভাবে নির্বাচন করার লক্ষ্যে ৩শ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিলেও বিএনপি নির্বাচনে আসায় মহাজোটে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় জাপা। এরপর থেকেই মহাজোটের শরিক দলগুলো জোটের আসন বণ্টনের দাবি জানিয়ে আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এক সপ্তাহের মধ্যে মহাজোটের আসন বণ্টন চূড়ান্ত হবে। ##

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন