রাজাপুর উপজেলা সংবাদদাতা : আড়াই বছরের শিশু চার তলার ছাদ থেকে পড়েও অক্ষত রয়েছে। ঘটনাটি ঘটেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার হাসপাতাল সংলগ্ন মোশারেফ মৃধার বাড়িতে গত রোববার দুপুর ১টায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই বাড়ির মালিকের নাতির সুন্নাতে খাৎনা অনুষ্ঠানে চারতলা বিশিষ্ট বাড়ির ছাদে সবাই আনন্দ-ফূর্তি করছিল। এক পর্যায়ে অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে উপস্থিত সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান মিঠুর আড়াই বছর বয়সী কন্যা মেঘলা ছাদ থেকে নিচে পড়ে যায়। নিচে বাবুর্চিরা তখন রান্না-বান্না করছিল। তাদের বড় পাতিলের পাশে উপর থেকে শিশুটি পড়ে অজ্ঞান হয়ে যায়। বাবুর্চি মোজ্জামেল তাৎক্ষণিকভাবে বাচ্চাটিকে তুলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে জীবিত এবং সুস্থ বলে ঘোষণা করে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। গতকাল সোমবার হাসপাতালে মেঘলার মা সাথী জানান মেঘলা ভাল আছে ও খেলতেছে। তিনি বলেন, আল্লাহ আমার মেয়েকে বাঁচিয়ে রেখেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন