২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চট্টগ্রামে গতকাল (সোমবার) মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী ব্যানার, পোস্টার অপসারণ করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনের লক্ষ্যে এ কর্মসূচি পরিচালনা করা হয়। বিভিন্ন দেয়ালে লাগানো ও সড়কের দুইপাশের বিলবোর্ড অপসারণ করা হয়। দিনভর এ অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নামে লাগানো পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করা হয়। এ কাজে পুলিশের পাশাপাশি সিটি কর্পোরেশন, পৌরসভার কর্মীরা সহযোগিতা করেন। উল্লেখ্য, আচরণ বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার নিষিদ্ধ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন