সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আলী হোসেন সুলতান (৬৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের আখড়াখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান সদর উপজেলার পাথরঘাটা গ্রামের বাসিন্দা।
আটককৃতরা হলেন, পরিবহন চালক ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের নন্দর বক্স এর ছেলে আশরাফুল পাটোয়ারি ও হেলপার শহরের মুনজিতপুর গ্রামের জিয়াদ আলির ছেলে ইয়াছিন আরাফাত।
স্থানীয়রা জানান, সুলতান আলম রায়পুর বাজারে কাপড় বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আখড়াখোলা মোড়ে পৌছালে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন