চট্টগ্রাম ব্যুরো : নগরীর হাজারি গলির স্বর্ণের দোকানের এক কিশোর কর্মচারীর এসিডে ঝলসানো লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নয়ন ধর (১৫) ওই এলাকার ‘প্রিয়া শিল্পালয়’ নামে একটি স্বর্ণের দোকানে কাজ করত। সে কক্সবাজারের রামু উপজেলার বজেন্দ্র ধরের ছেলে। রোববার ভোরে নয়নকে তার সহকর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ বলেন, নয়নকে যারা হাসপাতালে নিয়ে এসেছে তারা বলেছে, সে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তবে নয়নের শরীর এসিডে ঝলসানো ছিল। এ ঘটনায় নয়নের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কোতোয়ালী থানার এসআই রাজু আহমেদ জানান।
তিনি বলেন, তারা সাত-আটজন মিলে তিন তলা ভবনের খালেক মার্কেটের দ্বিতীয় তলায় থাকেন বলে জানিয়েছেন। শনিবার রাতে নয়নকে সেখানে রেখেই তারা ঘুমাতে যান। ভোরে শোরগোল শুনে ভবনের নিচে নয়নকে পড়ে থাকতে দেখেন তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন