রাজধানীর কল্যাণপুর থেকে ৭ কেজি স্বর্ণের বারসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-২ এর একটি দল। গ্রেফতারকৃতরা হলো- লিটন হোসেন (৩০), আমিনুর (২৩), শাহ আলম (৩২) ও আয়েশা বেগম (৪০)। গতকাল বিকেল সোয়া ৫টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর মেজর রুহুল আমিন বলেন, গত কয়েকদিন আগে র্যাব-২ অবৈধ স্বর্ণ পাচারের দুটি ঘটনায় কয়েকজন সদস্য গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে কল্যানপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬ কেজি ৯৯০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। তারা আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য বলে র্যাব জানায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন