ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নুরজাহান বেগম (২১) তার স্বামী মো. আসিফ উল্লাহর সাথে মোটরসাইকেলে চড়ে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আসিফ উল্লাহ। তাদের বাসা বংশাল এলাকার ৯৮/মালিটোলা।
শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর চানখারপুলি এলাকায় ঘটনাটি ঘটে। ময়লাবাহী ট্রাকটি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী ছিটকে পড়ে যান। এ সময় নুরজাহানের মাথার ওপর দিয়ে ট্রাকটি চলে যায়। ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় নুরজাহানকে মৃত ঘোষণা করেন।
নুরজাহানের বাবা মো. ইউনুস জানান, মাত্র ৬ মাস আগে বিয়ে হয়েছে নুরজাহানের সঙ্গে আসিফের। শুক্রবার রাজধানীর বসুন্ধরা শপিং সেন্টার থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সিটি করপোরেশনের গাড়ি নুরজাহানকে চাপা দেয়। দুই বোনোর মধ্যে নুরজাহানই সবার বড়।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ বক্স (এএসআই) আবদুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। রাতেই গাড়িটিকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন