সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ৬ বছর পূর্তি উপলক্ষে কারখানার সামনে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
শনিবার সকাল ৮টা থেকে নিশ্চিন্তপুর এলাকার তাজরিন ফ্যাশনের সামনে শ্রমিকরা জড়ো হতে থাকে। পরে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে ফুল দিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানান তারা।
এসময় শ্রমিক নেতারা বলেন, তাজরিন ট্র্যাজেডির ৬ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত হয়নি। এছাড়া কারখানা মালিক দেলোয়ারের গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
এদিকে তাজরিন ফ্যাশনের ৬ বছর উপলক্ষে বিকেলে কারখানার সামনে অধিকার নামে একটি সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালেরর ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরীন গার্মেন্টসে অগ্নিকান্ডে প্রায় ১১৪ জন শ্রমিক নিহত হন ও আহত হন দুই শতাধিক শ্রমিক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন