ইরানের পশ্চিমাঞ্চলীয় ইরাক সীমান্তে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্পে ছয় শতাধিক লোক আহত হয়েছেন। রাববার দিবাগত রাতে ইরানের অন্তত সাতটি প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয় বলে সোমবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এসব প্রদেশগুলোর মধ্যে কেরমানশাহ প্রদেশেই ভূমিকম্পটি সবচেয়ে তীব্রভাবে অনুভূত হয়েছে। ছয় শতাধিক লোক আহত হলেও কেউ নিহত হয়েছেন বলে কোনো খবর হয়নি। আহতদের অধিকাংশ ছোটখাটো আঘাত পেয়েছেন। টেলিভিশনে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “আহত লোকের সংখ্যা ৭ শতাধিক। সামান্য জখম হওয়ায় এদের অধিকাংশকেই হাসপাতালে পাঠানো হয়নি।” ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মাহমুদ মোহাম্মদি নসব কেউ নিহত হননি বলে টেলিভিশনকে জানিয়েছেন। টেলিভিশনে সারপোল ই জাহাব শহরের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি দেখানো হয়েছে। গত বছর ৭.৩ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে এই শহরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপর থেকেই শহরটির কিছু বাসিন্দা গৃহহীন ছিলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সোমবার সকালে সারপোল ই জাহাবে ৫.২ ও ৪.৬ মাত্রার দুটি পরাঘাত অনুভূত হয়েছে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন