শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাঙ্গুনিয়ায় আনজুমানে রহমানিয়ার জশনে জুলুস

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাঙ্গুনিয়া বেতাগী আনজুমানে রহমানিয়ার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গতকাল (সোমবার) বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়। দরবারে বেতাগী আস্তানা থেকে শুরু হয়ে জুলুসটি রাউজান কদলপুরস্থ সুলতানুল আউলিয়া আশরফ শাহর (রহঃ) মাজার প্রাঙ্গণে এসে জমায়েত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন এবং মাহফিলে সভাপতিত্ব করেন দরবারে বেতাগীর পীরে তরিকত আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ। তিনি বলেন, অন্ধকার-অরাজকতার বিপরীতে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির ক্ষেত্রে মহানবী (সাঃ) অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী ইমাম গাজি সৈয়দ আজিজুল হক শেরে বাংলা (রহঃ) দরবারের পীর আল্লামা সৈয়দ আমিনুল হক আলকাদেরী। বক্তব্য রাখেন আল্লামা মুফতি ইবরাহিম আলকাদেরী, আল্লামা হাফেজ শাহ আলম নঈমী, আল্লামা হাফেজ সৈয়দ রুহুল আমিন, মাওলানা জিয়াউর রহমান আহমদ উল্লাহ, আল্লামা ইলিয়াস নূরী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন