শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ডাস্টবিনে নবজাতকের লাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০২ পিএম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনের ময়লার ডাস্টবিন থেকে একটি মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
হাসপাতালের সামনে ব্যাগ বিক্রেতা নুর আলম জানান, ডাস্টবিনে সাদা পলিথিনের ভেতর একটি নবজাতককে পড়ে থাকতে দেখে ফুটপাতের হকারেরা। পরে সবার সহযোগিতায় নবজাতকটিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানায়, মৃত অবস্থায় নবজাতকটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ওই নবজাতকের লাশ মর্গে রাখা হয়েছে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
রুবেল0001 ২৯ নভেম্বর, ২০১৮, ১১:৩০ পিএম says : 0
ইসলামী মূল্যবোধ না থাকলে যা হয়।।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন