রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

প্রশ্ন: জানাজার নামাজে চতুর্থ তাকবীর হয়ে যাওয়ার পর কেউ যদি এসে শামিল হয়, তাহলে সে কিভাবে অবশিষ্ট নামাজ আদায় করবে?
উত্তর: চতুর্থ তাকবীরের পর ইমাম যদি সালাম না ফিরিয়ে থাকেন তাহলে সে তৎক্ষণাত জামাতে শামিল হয়ে লাশ সরিয়ে ফেলার আগে আগে চার তাকবীর আদায় করে সালাম ফিরাবে। এক্ষেত্রে দোয়া না পড়লেও নামাজ হয়ে যাবে।
প্রশ্ন: ইমাম যদি ভুলবশত ২য় বা ৩য় তাকবীরের পর সালাম ফিরিয়ে ফেলেন তাহলে কি করতে হবে?
উত্তর: সালাম ফিরানোর পরও আরেক তাকবীর উচ্চারণপূর্বক যথারীতি নামাজ পূর্ণ করতে হবে। মাঝখানে সালাম ফিরানোতে নামাজ ভঙ্গ হবে না।
প্রশ্ন: অনেকে জুতাসহ জানাজার নামাজে দাঁড়ান, এটা কি ঠিক?
উত্তর: জুতার পবিত্রতা সম্পর্কে নিশ্চিত থাকলে জুতা নিয়েই জানাজা পড়া যাবে। অন্যথায় জুতা খুলে রেখে নামাজ পড়াই উচিত।
প্রশ্ন: যদি এক সঙ্গে অনেক জানাজা হাজির হয়, তাহলে প্রতিটির জন্য আলাদা নামাজ পড়তে হবে, নাকি এক নিয়তে সবগুলোর নামাজ একত্রে পড়লেও চলবে?
উত্তর: এমতবস্থায় দু’ভাবেই পড়া যাবে। প্রত্যেকের জন্যে আলাদা আলাদা নামাজ অথবা এক নিয়তে সবার জন্যে এক নামাজ। (আলমগীরী)
প্রশ্ন: নারী, পুরুষ ও শিশুর জানাজা এক সঙ্গে হাজির হলে কিভাবে রাখতে হবে?
উত্তর: ইমামের সামনে প্রথমে পুরুষের জানাজা এরপর বালকের জানাজা এরপর নারীদের জানাজা কিবলা বরাবর রাখতে হবে।
প্রশ্ন: জানাজার নামাজে ওজু ভঙ্গ বা অন্য কোনো প্রয়োজনে ইমাম কি খলীফা বানাতে পারবেন?
উত্তর: হাঁ, পারবেন।
প্রশ্ন: মসজিদের ভেতর জানাজার নামাজ পড়া কি ঠিক?
উত্তর: মাকরূহ। তবে প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে মসজিদের ভেতর পড়া জায়েজ। -মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন