বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহাসড়কে লোপাট কোটি টাকার যন্ত্রাংশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত কাভার্ডভ্যান বোঝাই ১৭৩ কার্টন যন্ত্রাংশ মহাসড়কে লোপাট হওয়ার পর ১৫১ কার্টন উদ্ধার করেছে পুলিশ।

গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পদুয়া বাজারের কবরস্থানের পাশে পরিত্যক্ত অবস্থায় কাভার্ডভ্যান থেকে কোটি টাকা মূল্যের এসব যন্ত্রাংশ উদ্ধার করে ডিবি পুলিশ।
গত ২৬ নভেম্বর টিবিএস কোম্পানির জন্য আমদানিকৃত মোটরসাইকেলের এসব যন্ত্রাংশ চট্টগ্রাম বন্দর থেকে কোম্পানির টঙ্গী কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। কাভার্ডভ্যান চালক ও সহকারীর যোগসাজশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কাভার্ডভ্যানটি গন্তব্যে না পৌঁছায় থানায় মামলা করা হয়। পরে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় ডিবি পুলিশকে। তবে চালক ও সহকারীকে গ্রেফতার করা যায়নি। উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমদানি-রফতানি পণ্যবাহী চালান লোপাটের ঘটনা বাড়ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন