শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

উল্লাপাড়ায় জামায়াত-বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : উল্লাপাড়ায় মঙ্গলবার মধ্যে রাতে থানা পুলিশ উপজেলার দুর্গানগর ইউনিয়নের মনোহরা গ্রামের আয়নাল হকের বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ১৪ নেতাকর্মী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা গভীর রাতে ওই বাড়িতে গোপন বৈঠক করছিল। পুলিশ গোপন বৈঠকের খবর পেয়ে ওই বাড়ি ঘেরাও করে তাদেরকে গ্রেফতার করে। এ সময় পুলিশ এদের নিকট থেকে ৫টি ককটেল উদ্ধার করে। এরা হলেন- উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের বড়মনোহরা গ্রামের নবাব আলীর ছেলে নুরুল ইসলাম(৪০), কাজেম প্রামাণিকের ছেলে বেলাল হোসেন (৫৫), আছালত আলী সরকারের ছেলে মেরাজ হোসেন (৫০), রহমত আলীর ছেলে রেজাউল করিম (৫৫), তাহের উদ্দিনের ছেলে আবু সাঈদ (৩০), জব্বার আলীর ছেলে জামাত আলী (৭০), নুরুল ইসলামের ছেলে লিটন (১৯), মহির উদ্দিনের ছেলে ওমর ফারুক (১৮), ওসমান মণ্ডলের ছেলে আনিছুর রহমান (২০) ও ক্ষুদ্র মনোহরা গ্রামের মনছের আলীর ছেলে আফছার আলী (৫৫), আব্দুল মান্নানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮), রমজান আলীর ছেলে সাইদুল আলী (৫৫), নাজির উদ্দিনের ছেলে সিদ্দিক হোসেন (৪০), আহাম্মদ আলীর ছেলে মকুল হোসেন (৫০)। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউসিক আহমেদ জানান, মঙ্গলবার দিন পেরিয়ে মধ্যরাতে আয়নাল হোসেনের বাড়িতে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করছিল। এদেরকে বুধবার সিরাজগঞ্জ আদালতে চালান দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন