শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চট্টগ্রামে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল (মঙ্গলবার) সকালে কাস্টমস হাউসের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বারেকবিল্ডিং মোড় ঘুরে পুনরায় কাস্টমস হাউসের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
এতে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সদস্য (আয়কর: লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মাহবুবুর রহমান, আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৬ উদযাপন কমিটির আহŸায়ক কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম কাস্টমস কমিশনার হোসেন আহমদ, অতিরিক্ত কমিশনার আজিজুর রহমানসহ কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এবারের কাস্টমস দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। নগরীর বিমানবন্দর থেকে সিটি গেইট পর্যন্ত বিভিন্ন ব্যানার ফেস্টুনে সাজানো হয়। এছাড়া বিভাগীয় শহর ও জেলা পর্যায়েও দিবসটির প্রতিপাদ্য বিষয় ও সচেতনতামূলক বিভিন্ন ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে। গতকাল র‌্যালী শেষে কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার হোসেন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সংসদ সদস্য এমএ লতিফ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর: লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মাহবুবুর রহমান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন